বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে—যেখানে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। আগামী নির্বাচনে জনগণই পরিবর্তনের নতুন অধ্যায় রচনা করবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান।

শুক্রবার সকালে গাজীপুর-৫ আসনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে। তারা আমূল পরিবর্তন চায়। আগামী নির্বাচন হবে গণমানুষের ভোটের বিপ্লব—যেখানে জনগণই তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব বেছে নেবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক সংগঠন। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সুশাসন, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। শিক্ষা, কৃষি, শিল্প ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আমরা জনগণের পাশে থেকে একটি স্বনির্ভর, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছি। জনগণের আস্থা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি, ইনশাআল্লাহ এই শক্তিই আগামী নির্বাচনে বিজয় এনে দেবে।

উপজেলা আমীর মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মোঃ মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল ও উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম।

নির্বাচনী কর্মশালায় কালিগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মাঠপর্যায়ের টিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় আগাম নির্বাচনী কৌশল, ভোটার সংযোগ, গণসংযোগ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ঐক্য, শৃঙ্খলা ও জনগণের বিশ্বাস অর্জনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।