চকরিয়া সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে চকরিয়া-পেকুয়ায় গণজাগরণ দেখতে পাচ্ছি। কোন শক্তি জনগণের এই জাগরণকে দমিয়ে রাখতে পারবে না।

তিনি আরো বলেন, বিভক্তির রাজনীতি থেকে দেশকে উদ্ধার করতে আমরা কাজ করছি। তরুণ উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ উপহার দিবে, তরুণদের নেতৃত্বে ভবিষ্যতে দেশ পরিবর্তন হবে।

মুহাম্মদ শাহজাহান আরো বলেন, একটি বড়দল জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় না এবং যারা দেশকে নিয়ে দুষ্ট চিন্তা করছে তাদের স্বপ্ন সফল হবে না। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। যারা নির্বাচন অনিশ্চিত করে বিলম্ব করাতে চায়; তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে চকরিয়া শহরের গ্রীণভেলী কমিউনিটি সেন্টার মিলনায়তনে বৃহত্তর চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলনে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আখতার আহমদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম ও বরেণ্য আলেমেদ্বীন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা এইচ.এম বদিউল আলম জিহাদী।

এসময় চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওমর আলী, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, হারবাং ইউপি’র সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।