মানিকগঞ্জ সংবাদদাতা : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষিতে মধ্যসত্ব ভোগীদের নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় সারাদেশে ১শটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হচ্ছে। উপদেষ্টা বুুধবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকার মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজের চাবি হস্তান্তর করার পর স্থানীয়দের এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, মধ্যভোগীরা কৃষিতে সিন্ডিকেট করে বড় বড় বিল্ডিং এর মালিক হচ্ছেন। আমার কৃষকরা কুড়ে ঘরেই থাকতে হচ্ছে। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কেবল ফসল সংরক্ষণ নয়, বরং কৃষি অর্থনীতিতে স্থিতিশীলতা আনার এক যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ প্রকল্পকে আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের হাতে এ প্রযুক্তি পৌঁছে যাবে। মানিকগঞ্জে গাজর, শীতকালিন সবজি বেশী উৎপাদন হয় এই ব্যবস্থায় কৃষক, ভোক্তারা সরাসরি উপকৃত হবেন। এ মিনি কোল্ড স্টোরেজে পরে আরও বাড়ানো হবে প্রয়োজনে কৃষকরা নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন অল্প খরচে। প্রয়োজনে আমরা কৃষকদের কারিগরি সহায়তা দেবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক, মো. ছাইফুল আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক, ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালাক ড. রবীআহ নুর আহমেদ ও কশেকশো কৃষক উপস্থিত ছিলেন।