আগামী ২৫ জুলাই, শুক্রবার সিলেট আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’। ওইদিন বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।
এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে করা হচ্ছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেয়া হচ্ছে।
জুলাই অভ্যত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই সিলেটে আসছে পদযাত্রা।
এদিকে, ঘোষিত পদযাত্রা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত শনিবার মতবিনিময় সভা করেন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
সভায় বক্তারা বলেন, ‘২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেদিন সিলেটে আগমন করবেন, আর তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, যুব উইং, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।