চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে বিএসএফএর গুলীতে ইব্রাহিম হোসেন বাবু (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন বাবু চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসা পাড়ার নুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে। বিজিবি প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে।
নিহতের পরিবার ও তার পিতা নূরুল ইসলাম এই প্রতিবেদককে জানান- আমার ছেলে মোঃ ইবরাহিম বাবু বেলা সাড়ে ১২ টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্ত সংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যা¤েপর বিএসএফ ৭৯ পিলারের কাছে তাকে লক্ষ্য করে গুলী ছুড়লে সে গুলীবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে। সীমান্তের একাধিক সুত্র জানায়- লাশ বর্তমান শক্তিনগর হাসপাতালের মর্গে আছে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ৩২-বিএসএফএর কমান্ড্যান্ট সুজিত কুমারকে ফোন দিলে তিনি জানান, দুপুরে কয়েকজন বাংলাদেশী স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
বিএসএফএর টহলদল তাদের ধাওয়া করে, এ সময় একজন গুলীবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কোন বাংলাদেশী নিহত হয়েছে কিনা সেটি বিএসএফ নিশ্চিত করেনি।