গাজিপুরের কালিয়াকৈরে এক বিধবাকে মারপিট করে এলাকা ছাড়া করার অভিযোগ উঠছে নারী ব্যাটালিয়ন আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের এবং আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এরপর থেকে ভুক্তভোগী বিধবা নারীকে মামলা এবং অভিযোগ তুলে নিতে হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছে অভিযুক্ত ব্যাটালিয়ন সদস্য।

এ বিষয়ে নির্যাতিত বিধবা গৃহবধূ কুলসুম বেগম জানান, ওই ব্যাটালিয়ন সদস্য আমাকে শুধু মারপিট করেই থেমে থাকেনি। আমার নামে নানা মিথ্যা অভিযোগ দিয়েও হয়রানি করেছে। ঘটনার দিন তিনি অফিসে ডিউটিরত ছিলেন দেখিয়ে আমার নামে থানায় উল্টো অভিযোগ করেন। কিন্তু আমি আমাকে মারপিটের সময়ের আগে পরের সিসিটিভি ফুটেজ আদালত এবং পুলিশের কাছে দিয়েছি। এরপর তিনি আমাকে মামলা এবং অভিযোগ তুলে নিতে প্রতিনিয়ত স্থানীয় প্রভাবশালীদের সহায়তার অব্যহত হুমকি দিয়ে চলেছেন। বাধ্য হয়ে আমি সন্তানদের নিয়ে অন্যত্র গোপনে খুব কষ্টে বসবাস করছি। আমি বিজ্ঞ আদালত এবং আনসার কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার এবং ওই ব্যাটালিয়ন সদস্যর কঠোর শাস্তি দাবি করছি।

এসব অভিযোগ অস্বীকার করে ব্যাটালিয়ন সদস্য শিরিন আক্তার জানান, জমি-জমা নিয়ে শত্রুতার যের ধরে আমাকে ওই নারী মামলা এবং অভিযোগ করে হয়রানি করছেন।