খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১১ এপিল) এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, শেখ দিদারুল ইসলাম দিদার একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। টানা তিনবার তিনি খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বলেন, মরহুম শেখ দিদারুল ইসলাম দিদার রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। দোয়া করি মহান আল্লাহ যেন শেখ দিদারুল ইসলাম দিদারকে বেহেস্ত নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করেন।
উল্লেখ্য, ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ের বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (৬০)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।