স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও দৈনিক গাজীর দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মরহুম সরু মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ জানুয়ারি) দুপুরে মরহুম সরু মিয়ার পরিবারবর্গের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজে তাঁর অনন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য,এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ্ শামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মোস্তাফিজুর রহমান টিটু, খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, তত্ত্বাবধায়ক কমিটির সদস্য, ফারদিন ফেরদৌস, সাবেক সহ-সভাপতি, মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম, বাংলা ভূমির সম্পাদক, নজরুল ইসলাম আজহার।

বক্তারা বলেন মরহুম সরু মিয়া ছিলেন একজন সৎ, সাহসী ও নীতিবান সাংবাদিক, যিনি আজীবন সত্য ও জনস্বার্থের পক্ষে নির্ভীক ভূমিকা পালন করেছেন। গাজীপুরের সাংবাদিকতা অঙ্গনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর অবদান আজও পথনির্দেশক হয়ে আছে।

আলোচনা সভায় আবেগঘন কণ্ঠে স্মৃতিচারণ করেন মরহুমের মেয়ে নার্গিস আক্তার নিগার ও কনিষ্ঠ ছেলে রুহুল আমিন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও আর টিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক।