মিয়ানমারের উদ্দেশে পাচারের সময় সমুদ্র থেকে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারকারীর সংঘবদ্ধ চক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় কুতুবদিয়া বহির্নোঙর এলাকার অদূরে এসব বোট আটক করা হয় বলে সামরিক জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর সূত্রে জানা গেছে।
আইএসপিআর জানায়, শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে সিমেন্ট পাচারের একটি গোপন তথ্য পাওয়ার পর সেন্টমার্টিন কুতুবদিয়া উপকূলজুড়ে নজরদারি বাড়ায় নৌবাহিনী। অভিযানের সময় নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। থামতে সংকেত দিলে বোট দুটি পালানোর চেষ্টা করলে জাহাজটি ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ বোট দুইটি আটক করে।
তল্লাশিতে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড ব্র্যান্ডের সিমেন্টের পাশাপাশি ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে বেশি লাভের আশায় এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশে সমুদ্রপথে নিয়ে যাচ্ছিল তারা।
জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।