চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্দিনে তাদের সর্বপ্রকার আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসা ঈমানের দাবি। ইসলামে পারস্পরিক উপকারের চেষ্টা এবং যার যা কিছু সামর্থ্য আছে তদনুসারে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহযোগিতা করতে বলা হয়েছে, যাতে দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার উদ্যোগে এনায়েত বাজার গোয়ালপাড়া অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এনায়েত বাজার গোয়ালপাড়া অগ্নিকা-ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই মানুষ। আমরা মুসলিম ও অমুসলিম পৃথক করি না। তিনি ধনাঢ্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় ১৪টি পরিবারের মধ্যে সহায়তা প্রদান করেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। যার মধ্যে তিনটি মুসলিম ও ১১টি অমুসলিম পরিবার এবং একটি মন্দির। কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, এনায়েত বাজার ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াস, এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ উদ্দিন আহমেদ জোবায়ের, এনায়েত বাজার ওয়ার্ড সেক্রেটারি মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা এনায়েত প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্দিনে এগিয়ে আসা ঈমানের দাবি : অধ্যক্ষ নুরুল আমিন
চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন