টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. হযরত আলী (৬৮) হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনুমানিক রাত ১২ টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে ২৩ মার্চ হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াতের রুকন ছিলেন । তার গ্রামের বাড়ি মাইজবাড়ি। তিনি

দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

জেলা আমীর ও সহকারী সেক্রেটারির শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি জামায়াত নেতা হযরত আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও জেলা সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মো. হযরত আলীর ইন্তেকালে জামায়াত এক নিবেদিত প্রাণ সাথীকে হারালো যার অভার পূরণ হবার নয়। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।