গাজীপুরের টঙ্গীতে ব্রিজের নিচে পানিতে গোসল করতে নেমে শামী আক্তার (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শামী টঙ্গী পশ্চিম থানার নিশাতনগর এলাকার সোহেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে টঙ্গীর মুনাফা এলাকায় প্রত্যাশা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় শামী সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে তারা ব্রিজের নিচে পানিতে গোসল করতে যায়। এসময় শামী পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুর চাচা জিয়ারুল ইসলাম বলেন, হঠাৎ পানিতে নামায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে তারা শোকে ভেঙে পড়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে ব্রিজের নিচে শিশুদের অবাধ বিচরণ ও গোসল বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।