গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনে জামায়াত, বিএনপি প্রার্থী সহ মোট ৬ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর ১ জন ও শেষদিন ২৯ ডিসেম্বর ৫জন সহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করেছেন যারা তারা হলেন জামায়াতের ডাঃ আব্দুর রহিম সরকার, বিএনপির মোঃ শামীম কায়সার, ইসলামি আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আতোয়ারুল ইসলাম জাতীয় পার্টির মোঃ মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ৩ জানুয়ারি ২০২৬ বেলা ১১টায় গাইবান্ধায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।