বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ এনামুল হক। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক শাহ্ মোহাম্মদ হাফিজুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমীর মোহাম্মদ আসাদুজ্জামান শিমুল।

সম্মেলনে উপজেলার ১৭ ইউনিয়নের শিক্ষক নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।