জাতীয় মুক্তিযাদ্ধা পরিষদর সভাপতি ইঞ্জিনিয়ার এম মাসলম উদ্দিন বলছন, ভুয়া মুক্তিযাদ্ধাদর পরিচয় চিহ্নিত কর আইন অনুযায়ী বিচারর আওতায় আনত হব এবং ভুয়া প্রমাণিত হল তাদরক শাস্তি দিত হব। এ পর্যÍ ভুয়া মুক্তিযাদ্ধা পরিচয় রাষ্ট্রর য সব সুযাগ ভাগ করছ তা রাষ্ট্রর নিকট ফরত নওয়ার জন্য সরকারর নিকট জার দাবী জানান।

তিনি জাতীয় মুক্তিযাদ্ধা পরিষদ জয়পুরহাট জলা শাখার দ্বি-বার্ষিক সম্মলন উপলক্ষ শুক্রবার বলা ১০ টায় তালীমুল ইসলাম একাডমী এন্ড কলজর মিলনায়তন প্রধান অতিথি’র বক্তব্যে এসব দাবী জানান।

জয়পুরহাট জলা শাখার সভাপতি জাতীয় মুক্তিযাদ্ধা মাখলছুর রহমান এর সভাপতিত্ব বিশষ অতিথি’র বক্তব্য দন জাতীয় মুক্তিযাদ্ধা পরিষদর জয়পুরহাট জলার প্রধান উপদষ্টা ও জামায়াত মনানীত জয়পুরহাট-১ আসনর সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জাতীয় মুক্তিযাদ্ধা পরিষদর রাজশাহী বিভাগর সভাপতি এনামুল হক।

জাতীয় মুক্তিযাদ্ধা পরিষদর জয়পুরহাট জলা সমন্বয়কারী উপজলা পরিষদর সাবক ভাইস-চয়ারম্যান হাসিবুল আলম লিটনের সঞ্চালনায় অন্যান্যদর মধ্য বক্তব্য দন পরিষদর জলা উপদষ্টা সাবক ইউপি চয়ারম্যান গালাম কিবরিয়া মন্ডল, বীর মুক্তিযাদ্ধার সন্তান, উপজলা পরিষদর সাবক ভাইস-চয়ারম্যান ও জামায়াত মনানীত জয়পুরহাট-২ আসনর সংসদ সদস্য প্রার্থী এস এম রাশদুল ইসলাম সবুজ, বীর মুক্তিযাদ্ধা আব্দুস সামাদ, প্রধান শিক্ষক (অব:) রিয়াজুল ইসলাম, মফিজ উদ্দিন, আজহারল ইসলাম, হাদিউজ্জামান হাদি প্রমুখ।

সম্মলনে উপস্থিত মুক্তিযাদ্ধাদর সর্বসম্মতিক্রম বীর মুক্তিযাদ্ধা মাখলছুর রহমান সভাপতি, বীর মুক্তিযাদ্ধা আব্দুস সামাদ সক্রটারী এবং বীর মুক্তিযাদ্ধা প্রধান শিক্ষক (অব:) রিয়াজুল ইসলাম ও বীর মুক্তিযাদ্ধা আজহারল ইসলাম ক সহ-সভাপতি নির্বাচিত কর জলা কমিটি গঠিত হয়।

বিশষ অতিথি জলা প্রধান উপদষ্টা ফজলুর রহমান সাঈদ বলন, স্বাধীনতার ৫৪ বছর আজও জাতি স্বাধীনতার সুফল ভাগ করত পারনি। তাই এর আসল স্বাদ ভাগ করত হল কুরআন হাদীসর আলাক আল্লাহর বিধান সমাজ ব্যবস্থা কায়ম করত হব। জাতীয় মুক্তিযাদ্ধা পরিষদ এ লক্ষ্য পুরণ মুক্তিযাদ্ধা সহ সব শ্রণী পশার মানুষর ভাগ্যর উনয়নে মুক্তিযাদ্ধাদর এ চতনা নিয় একটি আধুনিক মানবিক কল্যান রাষ্ট্র গঠন পরিষদক শক্তিশালী করার আহবান জানান।