জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, একদল টাকা-পয়সা লুটপাট করে দেশে ছেড়ে পালিয়েছে। তারা আমেরিকা-কানাডাসহ বিভিন্ন দেশে বেগমপাড়া বানিয়েছে। তারা দেশের উন্নয়নের বদলে নিজেদের উন্নয়ন করেছে। এইধরণের লোককে নির্বাচিত করলে জাতির কোন কাংখিত উন্নয়ন সম্ভব হবেনা। আপনাদের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি ও লুটপাটের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর ৩৫নং ওয়ার্ডের চামেলীবাগে দাঁড়িপাল্লার সমর্থনে গ্রাম/মহল্লা কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াত নেতা শিক্ষাবিদ মো.খলিলুর রহমানের সভাপতিত্বে, সমাজসেবী আবুল খায়ের ও আশরাফ মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহপরান পূর্ব থানা জামায়াতের আমীর শামীম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন চামেলীবাগ এলাকার বাসিন্দা জুবায়ের আহমদ।
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন- ফখরুল ইসলাম, নোমান শরিফ, আব্দুল করিম, মাওলানা হোসেন আহমদ, আফজল ছিদ্দিকী, তাহির আলী, আকরাম হোসেন কাকুল, মখলিছ মিয়া, আব্দুল মালিক, কাজী হেলাল মিয়া, আব্দুল জলিল, আলী মিয়া, ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহবাবুর রশিদ চৌধুরী লিমন, হোসেন আহমদ চৌধুরী ও মাওলানা শাহ মাহমুদুল হক প্রমুখ।
এছাড়াও এদিন রাতে তিনি শাহপরান থানা পূর্বের খিদিরপুর দত্তগ্রামের ১নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য।
তিনি শুক্রবার নগরীর সৈয়দ হাতেম আলী জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন।
পৃথক মতবিনিময় সভায় মাওলানা হাবিবুর রহমান বলেন, মানুষ এখন সচেতন। তারা নিজের ও দেশের ভালো বুঝেন। তাই তারা আগামীতে দেশের উন্নয়নের জন্য জেনে বুঝে ভালো প্রার্থীকে ভোট দিবেন। ইতোমধ্যে জামায়াতের দুইজন শীর্ষ নেতা অত্যন্ত সফলতার সাথে দুটি বড় মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে কেউ এক টাকাও দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। অতীতে জামায়াতের নির্বাচিত এমপিদের বিরুদ্ধেও কেও এক টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। এবারও জামায়াত দেশের প্রত্যেকটি আসনে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তাদেরকে নির্বাচিত করলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।