ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে রুমেল মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিক বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বার) উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ধারনা করা হচ্ছে মানসিক ভাবে বিকারগ্রস্ত থাকায় রুমেল আত্মহত্যা করেছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।