ঈদগাও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার সদরের ভারুয়াখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দিন মজুরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে শ্রমিকদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দিন মজুর ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী ফকিরা কবর এলাকার মৃত জুনা মিয়ার ছেলে ছৈয়দ উল্লাহ।
এজহার সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর থানায় মামলা নেওয়া হয়, যার নং ৬৪/৭৪৬। উক্ত এজহারে উল্লেখিত ৩নং আসামী ছৈয়দ উল্লাহ হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে উল্লেখ থাকলেও একই মামলার সাক্ষীরা বলছেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না ছৈয়দ উল্লাহ। পূর্ব শত্রুতার জের ধরে এই মামলায় আসামী করা হয়েছে।
এ বিষয়ে মামলার সাক্ষী ও প্রত্যেক্ষদর্শী কামাল উদ্দিন ও সোনা মিয়া জানান, ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হন আসামী ছৈয়দ উল্লাহ। তিনি হামলায় অংশগ্রহণ করেননি। তাকে কেন আসামী করা হয়েছে তা জানি না। তবে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে আসামী করা হয়েছে বলে শুনেছি।
মামলার বাদী মুফিজুর রহমান বলেন, মামলায় আসামী হওয়া ছৈয়দ উল্লাহ আমার আত্মীয় হয়। তিনি ঘটনার পূর্বে বকাবকি করেছে, পরেও বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন তাই আসামী হয়েছে। বাকীটা আদালতে দেখা যাবে।