চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার প্রবীণ রুকন হযরত আলী (৭৫) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুমাবার মাগরিরের সময় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১০টায় মরহুমের জানাযার নামাজ আগ্রাবাদ সিজিএস কলোনি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উক্ত জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, ডবলমুরিং থানা আমীর ফারুক আজম, খুলশী থানা আমীর আলমগীর ভূঁইয়া, সদরঘাট থানা আমীর আব্দুল গফুর, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, জামায়াত নেতা সালাউদ্দিন, সাইফুল ইসলাম, মুজিবুর রহমান, হায়দার আলী, মোস্তাক আহমেদ, মাসুদুল কবির, ইমরানুল হক, মাকসুদুর রহমান, আব্দুর রহিম মোল্লা, কাজী মোরশেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, মরহুম হযরত আলীর ইবাদত গুলো আল্লাহ তায়ালা কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

উল্লেখ্য যে, তিনি মৃত্যকালে স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।