মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, রাবেয়া খাতুন (২৬) ও তার ছেলে আবদুল্লাহ (৫)। রাবেয়া খাতুন ওই গ্রামের সৌদীআরব প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে দুপুর ঘনিয়ে গেলেও ওই বাড়ির লোকজনের কোন প্রকার সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করতে থাকে। পরে রান্নাঘরের জানালা দিয়ে মা ও ছেলের লাশ ঘরের তীরের মধ্যে একই রশিতে ঝঁলন্ত অবস্থায় দেখতে পায়। তখন থানায় খবর দিলে পুলিশ এসে দু’জনের লাশ উদ্ধার করে। প্রতিবেশীরা জানায়, প্রায় ৭ বছর পূর্বে আব্দুল মতিন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে রাবেয়া খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করেন। বিয়ের পর আবদুল মতিন সৌদীআরব গিয়ে একাধিকবার বাড়ি আসেন। শনিবার মা-ছেলেকে এক রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েন। ঝুলন্ত অবস্থায় লাশের পা মাটিতে থাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। খবর পেয়ে মুরাদনগর বি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাবেয়া খাতুনের বাবা ইদ্রিস মিয়া বলেন, তার মেয়ে ও নাতিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসির দাবি জানান। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, লাশ দু’টি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।