বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি ছিল গণঅভ্যুত্থানের সূর্যোদয়, যেখানে নির্যাতিত মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কিন্তু আজ একটি বড় রাজনৈতিক দল সেই গণজাগরণের শক্তিকে দমিয়ে রাখতে বিভ্রান্তি সৃষ্টি করছে, অপপ্রচার চালাচ্ছে এবং তরুণদের ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে- সত্যের শক্তি কখনো পরাজিত হয় না।

শনিবার ১ (নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর স্থানীয় এক অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের সাথে ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ ও ছাত্রসমাজ। তাদের সাহস, ত্যাগ ও দৃঢ় অবস্থানই জনগণের হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস সাক্ষী- প্রতিটি গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিল ছাত্র সমাজ। তাই আজও এই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে ছাত্রদের উপর। ছাত্রদের যদি আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত করা যায়, তাহলে অন্যায়ের সব প্রাচীর ভেঙে যাবে।

তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল একটি প্রজন্ম, যারা দেশের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধের পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা রাখবে। রাজনীতি মানে কেবল ক্ষমতা দখল নয়, রাজনীতি মানে জনগণের সেবা, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান। যারা জনগণের বিশ্বাস হারিয়েছে, তারা বিভ্রান্তি সৃষ্টি করে টিকে থাকতে চায়, কিন্তু সেই রাজনীতি এখন অতীত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভীর মোস্তফার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, বন্দর থানা জামায়াতে আমীর মাহমুদুল আলম, সদর ঘাট থানা আমীর এম এ গফুর প্রমুখ।

সভায় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম বলেন, আমাদের রাজনীতি উন্নয়ন, শিক্ষা ও মানবিক সমাজ গঠনের রাজনীতি। আমরা চাই তরুণদের নেতৃত্বে চট্টগ্রাম-১১ আসনকে একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করতে। জনগণের ভালোবাসা ও তরুণদের উদ্যমই আমাদের শক্তি।

মতবিনিময় সভায় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের কলেজ ও আইটি সম্পাদক সাব্বির হুসাইন সাকিব, নগর প্রচার মিডিয়া ও শিল্প সংস্কৃতি সম্পাদক জাহেদুল আলম জয় প্রমুখ।

মতবিনিময় সভায় ছাত্রসংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।