ভোলায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত নেতা সাইফুল্লাহ আরিফ (৩০)।

শুক্রবার গভীর রাতে শহরের কালিবাড়ী রোডের নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আরিফ নবী মসজিদ এলাকার বাসিন্দা রিটাড শিক্ষক বশির আহমেদ মাস্টারের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সবাই ঘুমাতে যান। ভোরে ফজরের নামাজের জন্য বের হওয়ার সময় গেইটের সামনে ছেলের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন আরিফের বাবা বশির আহমেদ। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, আরিফের মাথার সামনে ও পিছনে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। এছাড়া তার ডান হাতের কব্জিতেও অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

একমাত্র ছেলের হত্যার সংবাদে ভেঙে পড়েছেন আরিফের বাবা-মা। শোকে মা বারবার অজ্ঞান হয়ে পড়েন।

হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোক ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর থানার ওসি হাচনাইন পারভেজ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ শুরু করেছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।