সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, তাঁর স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান সাকিবের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ বাদী হয়ে মামলাগুলো করেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন নিয়ে পৃথকভাবে মামলাগুলো রুজু করা হয়।

দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তানভীর আহম্মেদ বলেন, অভিযোগের প্রাথমিক তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের আয়-ব্যয়ের তথ্য গোপন করেছেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন।

এজাহারে বলা হয়, রায়হান সাকিবের নামে ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকার সম্পদের মধ্যে ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকা বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তার বৈধ আয় ৪ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ১২ টাকা এবং ব্যয় ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৫৯৮ টাকা।

সাবেক চিফ হুইপ ফিরোজের মোট বৈধ আয় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা এবং ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। তার নামে থাকা ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকার সম্পদের মধ্যে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

দেলোয়ারা সুলতানার মোট বৈধ আয় ৬৮ লাখ ১১ হাজার ৮৯৭ টাকা, ব্যয় ১৮ লাখ ৩৩৪ টাকা। তার নামে থাকা ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকা বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।