সোনারগাঁও সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। গত ২০ আগস্ট রাতে সোনাখালী এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ সদর কোম্পানির চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। র‌্যাব জানায়, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে- তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।