দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় পল্লী বিদ্যুৎ সমিতি–-৩ এর একটি ১৫ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা মোঃ এনামুল হক ইতি (৫৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। পরে পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মৃণাল কান্তি চৌধুরী বাদী হয়ে হোমনা থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এজাহার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিটে অভিযোগকেন্দ্রে ফোনে খবর আসে ঘারমোড়া ইউনিয়নের ফতেরকান্দি গ্রামে রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হচ্ছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এনামুল হক ইতিকে ট্রান্সফরমারসহ আটক করে, যদিও তার সহযোগীরা পালিয়ে যায়।খবর পেয়ে জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ বেলাল হোসেন ও জসিম সরকার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ট্রান্সফরমারটি শনাক্ত করেন।