বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিয় গণমাধ্যমকর্মীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নিবেন। ২০০৭ সালের ১ নবেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণের জন্য ৬টি গ্রেড রেখে পৃথক পে-স্কেলসহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণকে উক্ত পে-স্কেলের আওতাভুক্ত করা হয়নি। বিচারকগণের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিসিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন-ভাতাদি প্রদেয় হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। বিচারকগণের জন্য বিচারিক ভাতা, চৌকি ভাতা, ডিসেম্বর মাসে দেওয়ানি আদালতের অবকাশকালীন (ডিসেম্বর মাস) দায়িত্ব ভাতা’সহ ফৌজদারি আদালতে দায়িত্ব পালনের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীগণকে অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয়না। এক কথায় বিচার বিভাগ পৃথকীকরণের পর বিচারকগণের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মচারীগণকে।

২০২৪ এ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অন্তবর্তীকালীন সরকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছিলো, তাতে করে দীর্ঘ ১৮ বছর ধরে বৈষম্যের যাঁতাকলে পিষ্ট অধস্তন আদালতের কর্মচারীগণ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় অন্তবর্তীকালীন সরকারের অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবী উপস্থাপন করেন। বিচার বিভাগ সংস্কার কমিশন এসোসিয়েশনের পেশকৃত দাবী যৌক্তিক হিসেবে সহমত পোষণ করলেও অন্তবর্তীকালীন সরকারের নিকট কমিশন কর্তৃক প্রদানকৃত প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি।

এমতাবস্থায় অধস্তন আদালতের কর্মচারীগণের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে, সরকারের আশু হস্তক্ষেপ কামনায় বিগত ১৯.০৪.২০২৫ খ্রি. তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ দফা তথা-বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং সকল ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিগত ০৫.০৫.২০২৫ খ্রি. তারিখ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ আদালত প্রাঙ্গণে সকাল ০৯.৩০ ঘটিকা হতে সকাল ১১.৩০ ঘটিকা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসোসিয়েশনের দুই দফা ন্যায্য দাবী বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ স্ব স্ব আদালত প্রাঙ্গণে আগামী ২২ ও ২৩ জুন ২০২৫ খ্রি. তারিখ ‘অর্ধদিবস’ সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করে এবং উক্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, বাংলাদেশ বার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিজ্ঞ’জন ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য সবিনয়ে অনুরোধ জানায়।