ফেনী সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ.জ.ম ওবায়দুল্লাহ স্মরণে ফেনী জেলা জামায়াতের আয়োজনে দোয়া-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের দারুল ইসলাম ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যােপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম সামছুদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দিন।
অধ্যাপক আহসান উল্লাহ বলেছেব, দেশে শিশু সংগঠনে অবদান রেখেছেন এমন কয়েকজনের মধ্যে একজন আ.জ.ম ওবায়দুল্লাহ। তিনি দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। কেউ গায়ক, শিল্পী, কবি হন। তিনি সব ব্যাপারে পারদর্শি ছিলেন, সব ভাষায় কথা বলতে পারতেন। আল্লাহ তাকে যেমন প্রতিভা দিয়েছেন তেমনি পরিশ্রমি ছিলেন। তার পুরো জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন।