জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক শহীদের শাহাদাতের মধ্যে দিয়ে এই বাংলাদেশ দুঃশাসনের জাঁতাকল হতে মুক্তি পেয়েছে। সুতরাং কোরআনের থিওরী আর মূলনীতিকে সামনে রেখে আমাদের কমিটেট হওয়া দরকার, আমাদের কমিটমেন্ট থাকা দরকার, আমাদের প্রতিশ্রুতি থাকা দরকার, আমরা অপরাজনীতিকে সেল্টার দেব না। আমরা অন্যায়কে সেল্টার দেব না। আমরা কোন অপশক্তিকে সেল্টার দেব না। আমরা মুসলিম, আমাদের সেল্টার, আমাদের সমর্থন, আমাদের সাহায্যে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার জন্য অব্যাহৃত থাকবে। তিনি ২৩ মার্চ রবিবার নীলফামারীর ডোমার সোনারায় হাইস্কুল মাঠে জমিয়তে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন। এ ছাড়া ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম।
ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।