কুরবানির পশুর চামড়া নিয়ে অতীতের মতো বিশৃঙ্খলা যেন না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল বুধবার নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় কুরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে আলোচনা হয়।
মেয়র বলেন, “কুরবানি হাট কিংবা চামড়ার বাজার নিয়ে কেউ সন্ত্রাসী কর্মকা-ে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া এনে দাম কমিয়ে দেন, এতে চামড়া অবিক্রীত থেকে যায় এবং পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হয়।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরে আশপাশের এলাকার চামড়া প্রবেশ ঠেকাতে পারলে স্থানীয় কুরবানিদাতারা ন্যায্য দামে চামড়া বিক্রি করতে পারবেন। এতে চামড়ার অপচয় কমবে এবং নগরে পরিবেশবান্ধব পরিস্থিতি বজায় থাকবে।
এজন্য কুরবানির দিন এবং পরবর্তী দুই দিন নগরে বাইরের চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।