নাটোর সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো কোন গুম হত্যা সন্ত্রাস প্রশ্রয় দেয় না ভবিষ্যতেও দিবে না। গুম হত্যা সন্ত্রাস যেই করুক তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকার রাস্তার ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এদের সকলকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার সিন্ধান্ত দিয়েছেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্ন ভাবে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপিতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না। দুলু বলেন, যারা নির্যাতিত তারা মজলুম। তাই বিএনপি’র প্রতিটা নেতাকর্মীই মজলুম।

সম্প্রতি নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদদের স্বরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।