মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাইবান্ধার ডিএনসি ইন্সপেক্টর মো: মোস্তফা জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার সময় উপজেলার উদয় সাগর গ্রামে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী মোছাঃ আঞ্জুআরা বেগম (৩৮)। তাদের শয়নকক্ষ থেকে কোডিন মিশ্রিত ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪ হাজার ৪শ মিলিলিটার (৪.৪ লিটার) ফেন্সিডিল পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা। পলাশবাড়ী থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।