পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও বাণিজ্য কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নতুন দশতলা ভবন এবং আধুনিক ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বন্দরনগরীর আগ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভবনের উদ্বোধন করেন ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা মোছাম্মৎ কহিনুর আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজালাল চৌধুরী। উদ্বোধনকালে বক্তব্যে শহীদ শান্ত’র মা মোছাম্মৎ কহিনুর আক্তার বলেন, “শান্ত একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সে চেয়েছিল, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক এবং যুবকদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন হোক। আমার সন্তান যে আদর্শে প্রাণ দিয়েছিল, সেই আদর্শ বাস্তবায়নই হবে তার প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।”

তিনি আরও বলেন, “আমি একজন মা, একজন শহীদ জননী। আমার সন্তান হারিয়েছি, কিন্তু তার আদর্শ এবং সংগ্রামী চেতনা আজও আমাকে পথ দেখায়।”

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বিএসটিআই ভোক্তা অধিকার সুরক্ষা ও শিল্প-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চট্টগ্রামে এই আধুনিক ল্যাবরেটরি এবং দশতলা ভবনের উদ্বোধন এ অঞ্চলের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনবে এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমাবে। পর্যায়ক্রমে এই ল্যাবকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ পরীক্ষাগার হিসেবে গড়ে তোলা হবে।”

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “বিএসটিআই বর্তমানে আন্তর্জাতিক মান অনুযায়ী সেবা দিচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে মান সংক্রান্ত সমঝোতা স্মারক এবং ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন এর কার্যক্রমকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।”

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, “চট্টগ্রামের এই নতুন ভবন এবং ল্যাব বিএসটিআই’র একটি মাইলফলক। আমরা চাই এখান থেকেই সব ধরনের পণ্যের মান পরীক্ষা ও সনদ প্রদান করতে। এতে চট্টগ্রামের ব্যবসায়ী ও সাধারণ জনগণ উভয়ই উপকৃত হবেন।”