ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান ভস্মীভূত হয়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের রাজঘাট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা যায়,হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মামুন, নান্টু বড়ুয়া, ইয়াকুব ও রবিউলের যৌথ ব্যবসার ৬০ ফুট বাই ৪০ ফুট আকারের বড় দুটি ফার্নিচারের দোকান পুড়ে যায় । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, ব্যবসায়ীক শত্রুতায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে সন্দহ প্রকাশ করেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আক্তার উজ্জামান জানান,আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিযন্ত্রণে এনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করি।