রংপুর অফিস, মিঠাপুকুর সংবাদদাতা : রংপুর-৫ মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীর ১৭ ইউনিয়নে বিশাল মটরসাইকেল শো’ডাউন অনুষ্ঠিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকাল ৯টায় মিঠাপুকুর আন্ডারপাস সংলগ্ন মহাবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রায় ১০ হাজারেরও বেশি জামায়াত ইসলামীর নেতাকর্মী মোটরসাইকেল বহরে অংশ নেয় যা সাম্প্রতিক সময়ে এলাকায় দেখা সবচেয়ে বড় রাজনৈতিক মহড়া।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি শফিকুল ইসলামসহ শিবির নেতৃবৃন্দ।

এ সময় নেতা-কর্মীরা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন, পরিবর্তন আনুন’এই স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোডাউন শেষে প্রার্থী গোলাম রাব্বানী উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ ব্যাপারে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত প্রার্থী এই আয়োজনের মাধ্যমে মাঠপর্যায়ে শক্ত অবস্থান প্রদর্শন করলেন এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনলেন।