কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির এমপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল বিএনপির নেতা কর্মীরা।
কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি এবং কুমারখালী পৌরসভার চার বারের সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিককে মনোনয়ন দেয়ার জন্য ১৪ নভেম্বর শুক্রবার সন্ধায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে তারা এই মশাল মিছিল ও বিক্ষোভ করে তারা।
মিছিলটি শহরের কাজীপাড়া মোড় থেকে শুরু হয়ে বাসষ্ট্যান্ড, পৌর বাস টার্মিনাল প্রদক্ষিন শেষে সরকারী কলেজ ঘুরে শহরে প্রবেশ করে। শেষে হলবাজার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিএনপি নেতা খলিলুর রহমান, রনি আহমেদসহ তৃণমূলের কয়েকজন নেতা বক্তব্য রাখেন। বক্তারা কুষ্টিয়া-৪ আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নাম পরিবর্তন করার জোর দাবী করেন। তারা বলেন,, প্রার্থী ঘোষণার পরে মেহেদী রুমীকে রিসিভ করার জন্য যত লোক গিয়েছিল, তার চেয়ে ডবল লোক আজ তার মনোনয়ন পরিবর্তন করে আনছার প্রামাণিককে দেয়ার জন্য মশাল মিছিল করেছে। তারা পরিবর্তন না করলে আরো জোরালো আন্দোলন করার ঘোষণা দিয়ে জানান, পরিবর্তন না হলে এই আসনে বিজয়ী হওয়া সম্ভব নয়।