চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয়ী করা আমাদের সকলের একান্ত দায়িত্ব। আজকের যুগে নানা ধর্ম, সংস্কৃতি এবং মুবাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে। তবে আমাদের একত্রিত হয়ে ইসলামিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের সমাজের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা, যার মধ্যে শান্তি, ঐক্য এবং মানবতার প্রতি শ্রদ্ধা রয়েছে, তা আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে। আমরা যদি একসাথে কাজ করি, তবে ইসলামকে বিজয়ী করা আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। সোমবার আন্দরকিল্লা ও লালদিঘী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শবে কদর তালাশ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শবে কদর, যাকে আমরা লাইলাতুল কদর বলি, তা রমযান মাসের শেষ দশকের মধ্যে একটি বিশেষ রাত। এটি এমন একটি রাত, যখন আল্লাহ তাআলা আমাদের দোয়া ও প্রার্থনাকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তাই আমাদের উচিত, এই রাতটি সঠিকভাবে ইবাদত করে অতিবাহিত করা, যাতে আমরা আল্লাহর রহমু ও মাগফিরাত লাভ করতে পারি।

তিনি আরও বলেন, আমাদের তাকওয়া অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তাকওয়া মানে হলো, আল্লাহভীতি ও তাঁর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন। তাকওয়া আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের দৈনন্দিন জীবনে সৎ ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়।

বিশেষ অতিথি বক্তব্যে পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কুরআন শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, এটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও ভূমিকা রাখে। রমযান মাসে কুরআনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসলিমরা সমাজে ন্যায়, শান্তি এবং সমবায় প্রতিষ্ঠার জন্য কাজ করেন।

লালদিঘী সাংগঠনিক ওয়ার্ড সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এস এম লুৎফুর রহমান, কোতোয়ালি থানা আমীর মুহাম্মদ আমীর হোসাইন, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দরকিল্লা ওয়ার্ড দক্ষিণ সভাপতি আব্দুল মন্নান কুতুবি, বক্সির হাট ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম প্রমুখ। মাহফিলে জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।