ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলায় সংবাদপত্র বিতরণ কর্মীদের মাঝে শিতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি বিকালে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের উদ্যোগে, ঈদগাঁও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ঈদগাঁওয়ে কর্মরত বয়োজ্যেষ্ঠ হকার শেফালী পাল, শিমুল, রাকিব ও রুপলী পালের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ করায় ঈদগাঁও উপজেলা প্রশাসন ও ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন সংবাদপত্র বিতরণ কর্মীরা।
এদিকে শীতার্ত সংবাদপত্র বিতরণ কর্মীদের কম্বল বিতরণে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।