‘মৃত্যুমরা মৃত্যু চাহি জীবন জ্যোতির্ম্ময়-এই অনন্ত জীবনবোধকে ধারণ করে সোমবার(৬ অক্টোবর) গাজীপুর আইডিয়াল কলেজে শিল্পদর্শীর ব্যানারে অনুষ্ঠিত হয় কবি গোবিন্দচন্দ্র দাসের ১০৭তম মৃত্যুবার্ষিকী ও বিজ্ঞানী মেঘনাদ সাহার ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সশ্রদ্ধ স্মরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগরের হাড়িনাল হাই স্কুলের শিক্ষক ও কবি মাধব চন্দ্র মণ্ডল এবং সঞ্চালনা করেন তিনি নিজে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির। কবি গোবিন্দচন্দ্র দাসের জীবন ও সাহিত্যভুবন নিয়ে আলোচনায় অংশ নেন কবি ও কথাসাহিত্যিক মেজবাহ্ উদ্দিন, ডুয়েটের সহকারী পরিচালক ও কবি জিয়াউল হক সরকার এবং শিশুসাহিত্যিক মিশকাত রাসেল।

বিজ্ঞানী মেঘনাদ সাহার জীবন, সংগ্রাম ও সমাজসংস্কারমূলক ভূমিকা নিয়ে আলোচনা করেন মুসলিমা খাতুন, হারুন অর রশিদ ও গোলাম মাওলা। বক্তারা বলেন, “সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাবার অন্যতম মাধ্যম শিল্প, সাহিত্য ও বিজ্ঞান। এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই মানবিক জীবনের মূল স্রোতধারা থেকে ছিটকে পড়া।

আলোচকরা আরও বলেন, “যাঁরা সৃষ্টিশীল কাজে যুক্ত, তাঁদের জীবন সময়ের গণ্ডি ছাড়িয়ে বেঁচে থাকে সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। মেঘনাদ সাহা ছিলেন বিজ্ঞানী, ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক—একই সঙ্গে তিনি যুগের অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে আলোকবর্তিকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, অধ্যাপক অসীম বিভাকর, সঙ্গীত প্রশিক্ষক অ্যাড. সুরোজ খান, অভিনেতা সিরাজুল ইসলাম, সঙ্গীতশিল্পী শাহরিয়ার শামীম, শিক্ষক শিমুল আহমেদ শাকিল এবং শিক্ষার্থী মোবারক হোসেন দিপু, প্রসেনজিৎ ঘোষ সূর্য ও তানভীর।

আলোচনা শেষে কবিতা, গান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।