খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের ক্লিনিক ভিক্টরী নার্সিং এন্ড ইনফারটিলিটি ম্যানেজমেন্ট সেন্টারের স্বত্বাধিকারী প্রফেসর ডাক্তার শামছুন নাহার লাকিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে গৃহপরিচারিকাকে বাড়িতে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে হত্যা প্রচেষ্টার মামলা দায়ের হয়েছে।
খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর আমলী আদালতে নালীশি পিটিশনটি দাখিল করেন তার বাড়ির গৃহপরিচারিকা আকলিমা খাতুন। আদালতের বিচারক মো. আনিছুর রহমান নালিশী পিটিশনটি আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন। নালিশী পিটিশনে অন্য আসামিরা হলেন-ডাক্তার শামছুন নাহার লাকির ভাই আলিমুর রেজা (৫০), মিসেস মলি (৫০), কাজী আবুল হাসান (৭০), মোহাম্মদ আলী (৩৫), মো. ইলিয়াস (৪৫), শাওলী হাসান (৩০) ও রাদ হাসান (২৫)। সকলের ঠিকানা ৫৮/১, আহসান আহমেদ রোডের ক্লিনিক ভিক্টরী নার্সিং এন্ড ইনফারটিলিটি ম্যানেজমেন্ট সেন্টার।
নালিশী পিটিশন সূত্রে জানা যায়, ১৯৯৯ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত আকলিমা খাতুন ডাক্তার শামছুন নাহার লাকির বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে কাজ করতেন। আকলিমা খাতুন বার্ধক্যজনিত শারীরিক অসুস্থার কারণে চলতি বছরে মে মাসের মাঝামাঝি সময়ে চাকুরি ছেড়ে দিবে বললে ১নং আসামি অন্যান্য আসামিদের সহযোগিতায় তার প্রতি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে প্রবল হয়রানী ও বৈরীমূলক নানা মধ্যযুগীয় নির্যাতন করতে থাকে।