চট্টগ্রামের কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে নানামুখী ওঠানামা দেখা দিয়েছে। সোনালি মুরগি, ডিম, চিনি ও ডালের দাম বেড়েছে; অন্যদিকে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দর কিছুটা কমেছে। সবজির বাজারে আলু ও মিষ্টিকুমড়া ছাড়া তেমন স্বস্তির খবর নেই। মাছ, চালসহ অধিকাংশ মুদিপণ্যের দাম আগের মতোই স্থির রয়েছে। শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহে কেজিপ্রতি ২৯০-৩০০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগির দাম বেড়ে এখন ৩২০ টাকা হয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৫৫-১৬০ টাকায় নেমে এসেছে। দেশি মুরগি ৬০০-৬২০ টাকা, পাকিস্তানি কক ৩৫০ টাকা এবং হাঁস পিসভেদে ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস (৮৫০-৯৫০ টাকা) ও খাসি/পাঁঠার মাংস (১২০০-১২৫০ টাকা) আগের দরে স্থিতিশীল আছে।
ডিমের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্রয়লার ডিম ডজনপ্রতি ১৫০ টাকা, দেশি ডিম ২৪০ টাকা এবং হাঁসের ডিম ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
খোলা সাদা চিনি ১০৫-১১০ টাকা, প্যাকেট চিনি ১২০ টাকা এবং লালচিনি ১১৫ টাকায় বিক্রি হচ্ছেযা কেজিতে ৫-১০ টাকা বেশি। মোটা মসুর ডাল ১০০ টাকা ও চিকন মসুর ১৩০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নেপালি মসুর ১৪০, মুগডাল ১৩০-১৪০, খেসারি ১০০, বুট ১১০, মাষকলাই ১৮০, ছোলা ১০০ ও ডাবলি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে সেঞ্চুরি পেরোলেও এবার পেঁয়াজের দাম কিছুটা কমেছে। খুচরায় দেশি ও আমদানি করা পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ৬০-৬৫ টাকায় এবং দেশি ছোট পেঁয়াজ ৬০-৬২ টাকা, বড় ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
শুধু আলু (২৫-৩০ টাকা) ও মিষ্টিকুমড়া (৩০-৩৫ টাকা) কিছুটা স্বস্তি দিচ্ছে। অন্যদিকে কাঁকরোল, ঝিঙা, ঢ্যাঁড়স, করলা, শসা- সবকিছুর দাম কেজিপ্রতি ৯০-১০০ টাকা। বরবটি ১২০, বেগুন ৮০-১০০, টমেটো ১৫০-১৮০, গাজর ১৬০, ফুলকপি-বাঁধাকপি ১২০ এবং কাঁচামরিচ ও ধনেপাতা ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরবরাহ প্রচুর হলেও দাম অপরিবর্তিত। খাল-নদীর মাছের মধ্যে রুই-কাতলা ৩৫০-৪৫০, পাবদা ৪০০-৪৫০, টেংরা ৬০০-৭০০, তেলাপিয়া ২০০-৩০০, শিং ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের মধ্যে কোরাল ৬০০-৯০০, রূপচাঁদা ৩৫০-৭০০, চিংড়ি ৬৫০-১২০০ এবং ইলিশ আকারভেদে ১৫০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরায় মিনিকেট চাল ৮০-৯০ টাকায়, স্বর্ণা ৫৫-৫৭, ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের চাল ৬০-৬২ টাকায় পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে ওঠানামা থাকলেও নি¤œ ও মধ্যবিত্তের ভোগান্তি কমেনি।