বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে আঞ্চলিক মহাসড়ক যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৫ বছরে বিরামপুর পৌর শহরে আঞ্চলিক মহাসড়কে ৭৪ টি সড়ক দুর্ঘটনায় ৭৫ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে শতাধিক। এই মৃত্যুর মিছিল দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। অবস্থা এমন এক পর্যায়ে গেছে রাস্তা চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
যত্রতত্র পৌর শহরের আঞ্চলিক মহাসড়কের পাশে গাড়ি পার্কিং ওভারটেকিং রোড ড্রাইভার না থাকা, কোচ , বাস, নাইট কোচ টিকেট কাউন্টার, অবৈধ দোকানপাটে ফুটপাত দখলে রাস্তা সংকীর্ণ হওয়ায় নিয়ম নীতি না মেনে যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ না রেখে এবং বেপরোয়া ভাবে যানবাহন চলাচলে দুর্ঘটনা ঘটছে।
এদিকে ব্যস্ততম পৌর শহরের আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা, ইজিবাইক, মোটরবাইক, নাইট কোচ, বাস-ট্রাক, ট্রলি, সিএনজি চার্জার ভ্যান চলাচল করছে। জনসাধারণের পারাপারের জন্য নেই কোন জেব্রা ক্রস, গাড়ি গতিবেগ নিয়ন্ত্রণের জন্য নেই কোন স্পিড ব্রেকার। অবাধে বেপরোয়াভাবে যানবাহন চলাচলের জন্যই প্রায় দুর্ঘটনা ঘটছে এমনটাই বলছেন জনগণ। সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা অনেক পরিবার। উঠতি বয়সে মায়ের বুক খালি করে ঝরে যাচ্ছে আদরের সন্তান। সংসারে নেমে আসছে শোকের ছায়া।
সম্প্রতি বিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও নির্বাহী কর্মকর্তা বরাবরে ১০ টি দাবি তুলে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ আধুনিকায়নে সড়ক দুর্ঘটনা রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার সময়ের দাবি নচেৎ এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে।