গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুরে সম্প্রতি পৌরসভার ৭নং ওয়ার্ড (আশোকাঠি) মোল্লাবাড়ির জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে ওই এলাকার বিভিন্ন বাড়ি ও ওইসব এলাকায় স্থানীয় দোকানপাট-সহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ১ আসনের সংসদ সদস্য প্রার্থী(নমিনি) আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন পৌর আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীল নেতৃবৃন্দ।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেন।

সম্প্রতি গৌরনদী পৌরসভার ৭ নং ওয়ার্ড আসোকাঠী মোল্লাবাড়ি থেকে ওই এলাকার বাড়ি বাড়ি বাজার ঘাট সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পথসভা করে দাঁড়িপল্লায় ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির হাফেজ মাওলানা হাফিজুর রহমান ৭ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা সোহরাব হোসেন সেক্রেটারি মোহাম্মদ আমিরুল শরিফ, আব্দুল ওয়াহেদ মাসুম, মোহাম্মদ টুটুল শরীফ, মুকুল সরদার, প্রমুখ।

মুন্সীগঞ্জ সংবাদদাতা: সম্প্রতি মুন্সিগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়, সমতা ও মানবিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই আত্মনিবেদিতভাবে কাজ করছে জন্মলগ্ন থেকে। জামায়াত ইসলাম বিশ্বাস করে আল্লাহভীতির ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রই পারে দুর্নীতি, বৈষম্য ও অনাচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে। তাই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। এ জন্য এবার সকলকে জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, কোতোয়ালি থানার আমীর মোঃ মতিউর রহমান, মুন্সীগঞ্জের কৃতিসন্তান প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ, জামায়াতে ইসলামী কলমা ইউনিয়নের সভাপতি মাওলানা ইসমাইল, সেক্রেটারি মাওলানা মুফতি মহসিন উদ্দিন, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁ সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি, জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। এবারের সংসদ নির্বাচন ঈমান ও ইসলামের সাথে জড়িত। এবার স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না। আমার মতো অনেক ইকবালই ভোট চাইতে আসবে। কিন্তু ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। দাঁড়ি পাল্লায় ভোট দিলে দূর্নীতি চাঁদাবাজি দখলবাজি বন্ধ হবে।

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : ‎পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী সম্প্রতি নেছারাবাদ উপজেলার ৯ নং সুটিয়াকাঠী ইউনিয়ন এবং ১নং বলদিয়া ইউনিয়নে গণসংযোগ করছেন। গণসংযোগ কালে তিনি সুটিয়াকাঠী অঞ্চলের কৌরিখাড়া (প্লাস ঘাট), বিসিক এলাকার জানাযায় অংশ গ্রহণ, মিয়ার হাট বন্দর, নান্দুহার দাখিল মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, নান্দুহার বাজারের বিভিন্ন দোকানপাটে গণসংযোগ করেন।

‎এরপরে ১নং বলদিয়া ইউনিয়নের একতা বাজার (পবন) হয়ে আব্দুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলার এবং শিক্ষক মন্ডলিদের যখন যে দায়িত্ব আসে তা সঠিকভাবে পালন করার আহবান জানান। আলহাজ্ব শামীম সাঈদীজোহর নামাজ বাদ বলদিয়া ইউনিয়নের ১নং ওয়র্ডের জামায়াত কার্যালয় উদ্বোধন করেন। গণসংযোগ কালে প্রান্ত্যন্ত ঐ (গগন) অঞ্চলের আপামর জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেন। উন্নয়ন বঞ্চিত বলদিয়া ইউনিয়ন বিশেষ করে গগন অঞ্চলে সাঈদী পুত্রকে গণসংযোগে গণ জোয়ার তৈরি হয়।

‎‎গণসংযোগকালে শামীম সাঈদীর সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির জনাব মোঃ আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যাণ বিষয়ক সেক্রেটারি মো গোলাম আযম আছলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান মজলিসে শূরা সদস্য মো মাসুম বিল্লাহ, প্রমুখ।

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর-৬ সংসদীয় আসনের অন্তর্গত ৫৭নং ওয়ার্ডে গণসংযোগ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।

মঙ্গলবার সকাল থেকে তিনি টঙ্গী বাজার, তুরাগ নদীর আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে সকাল থেকে সন্ধ্যা ব্যবসায়ীদের সঙ্গে একান্ত আলাপ করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।

মতবিনিময়কালে ব্যবসায়ীরা নদীর অব্যবস্থাপনা, রাস্তা-ঘাটের বেহাল দশা, ব্রিজ সংস্কারের বিলম্ব, এবং স্থায়ী বাজার ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ড. হাফিজুর রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন,

টঙ্গী বাজার ও তুরাগ তীরবর্তী এলাকা গাজীপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব। তুরাগ নদী সংস্কার, স্থায়ী বাজার উন্নয়ন, অবকাঠামো উন্নতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিই হবে আমার অগ্রাধিকার।