বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী’র খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বড়াইগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে রাজাপুর বাজারে, নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান ও পৌর আমীর মীর মহিউদ্দিনের নেতৃত্বে বনপাড়া বাজারে এবং নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমানের নেতৃত্বে ধানাইদহ বাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তির বিভিন্ন কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাযের পর দোয়াভাঙ্গায় জমায়েত হয়ে এই গণআন্দোলনে অংশ নেন।

“শাহরাস্তি ছাত্র জনতা” ব্যানার হাতে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি দোয়াভাঙ্গা বাজার এলাকা প্রদক্ষিণ করতে করতে শহরজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে সংহতি জানান।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীকে হত্যা কোনো সাধারণ ঘটনা নয়। এটি পরিকল্পিত আক্রমণ এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি। তারা হত্যার নেপথ্য নির্দেশদাতাসহ সব জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, তদন্তে বিলম্ব হলে শাহরাস্তির ছাত্র জনতা আরও কঠোর আন্দোলনে যাবে।

বিক্ষোভে কলেজ-মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

(সারসা) যশোর : জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আব্দুল মান্নান। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি বেনাপোলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আন্তর্জাতিক সীমান্ত এলাকার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে বেনাপোল বর্ডারে পৌঁছালে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের অগ্রযাত্রা আটকে দেন। তবে বিক্ষুব্ধ জনতার চাপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হাটতে বাধ্য হন। এরপর বিক্ষোভকারীরা ভারতীয় গেট থেকে আনুমানিক ১০০ গজ দূরে পাকা সড়কের ওপর বসে পড়েন এবং ভারতের দিকে মুখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘তুমি কে আমি কে—হাদী হাদী’, ‘আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না’, ‘ভারতের দাদাগিরি মানি না মানব না’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সীমান্ত এলাকা।

শ্রীপুর (মাগুরা) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে মাগুরায় গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ছাত্র-জনতা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শুক্রবার দুপুর আড়াইটায় সরকারি কলেজ চত্বরে গায়েবানা জানাযা শেষে ছাত্র-জনতার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, এনসিপি মাগুরা জেলা শাখার আহ্বারক রাসেল মজুমদারসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর খুনিদের খুজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দিতে হবে।

কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় দেশ প্রেমিক শহীদ বীর ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শহীদি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর এ শহীদি মিছিলটি বের হয়।

কলারোয়ার সর্বস্তরের ছাত্র -জনতার ব্যানারে মিছিলটি উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়।

বাহুবল (হবিগঞ্জ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে হবিগঞ্জের বাহুবলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার সামন থেকে ছাত্র-জনতার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এসময় বিক্ষোভ মিছিলটি বাহুবল বাজার প্রদক্ষিন করে নাহিদ ফ্যাশনের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১(বাহুবল-নবীগঞ্জ)আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শাজাহান আলী, উপজেলা জামায়াতের আমির ডা. সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাবিবুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ, হাফেজ বজলুর রহমান, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী, মিনজাব ছাহাম, নবীর হোসেন,লিটন মিয়া, আরাফাত উজ্জামান শাওন, সুজন মিয়া, এনামুল হাসান প্রমুখ।

রংপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়েরউপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী।

শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদী ছিলেন এক সাহসী, দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক কর্মী। তিনি আজীবন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে সংগ্রাম করে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের ন্যায্য অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নতরাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর চিন্তা, বক্তব্য ও অবস্থান সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করেছে। সন্ত্রাসী হামলায় তাঁর এ নির্মম মৃত্যু এটি শুধু একটি প্রাণহানি নয়, বরং ন্যায়ও সত্যের পক্ষে দাঁড়ানো এক সাহসী কণ্ঠকে স্তব্ধকরে দেয়ার অপচেষ্টা। উপাচার্য এই হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অকুতোভয় বিপ্লবী, চব্বিশের গণ অভ্যুত্থানের মহানায়ক শরীফ ওসমান বিন হাদীর হত্যার বিচার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমআর নামাজের পর শহীদ স্মৃতি অম্লান চত্বর (জিআরপি) মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা মজলিসে শূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর এবং নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

চুয়াডাঙ্গা ও জীবননগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা

এফ,এ আলমগীর, চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ একই স্হানে এসে শেষ হয়।

এরপর শহীদ হাসান চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ডাকসু হল সংসদের পাঠচক্র বিষয়ক সম্পাদক ওয়াসির আল মাস্তুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব ও সেক্রেটারি তুষার ইমরান সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম ও সদর উপজেলা সদস্য সচিব ফাহিম উদ্দিন মভিন।

ঈদগাঁও (কক্সবাজার)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ ওসমান শরীফ হাদীর হত্যাকা-ের প্রতিবাদে ঈদগাঁওতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ১৯ ডিসেম্বর রোজ শুক্রবার ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে বাদে জুমা এ

মিছিল শুরু হয়। যা ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রুট অতিক্রম করে বাস স্টেশনে যায়। পরে সেখানে একটি হোটেল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা জামায়াত তাৎক্ষণিক এ কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথির জ্বালাময়ী বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা

লায়েক ইবনে ফাজেল। উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন এডভোকেট এস, কে, আহমদ ফারুকী, এনসিপির ঈদগাঁও উপজেলা সমন্বয়কারী তারেকুর রহমান, যুগ্ম সমন্বয়কারী রহিম চৌধুরী, জুলাই যোদ্ধা রুবায়েদ এম, আদেল। সমাপনী বক্তব্য দেন ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

ফেনী : ফেনীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাযা পড়া হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয়।

অংশ নেন জেলার বিপ্লবী ছাত্র-জনতা। এসময় হাদীর মাগফিরাত কামনায় দোয়া ও তার মৃত্যুকে শহীদি মার্যাদা দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা হয়।

এছাড়া হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখি উভয় লেনে যানজটের সৃষ্টি হয়।

এরআগে জুমার নামাযের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ব্যানারে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শহীদ শহিদুল্লা সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।

মেহেরপুর : মেহেরপুরে জেলায় শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আছর জুলাইয়ের ঐক্যের আয়োজনে মেহেরপুর মডেল মসজিদের থেকে শুরু হয়ে প্রধান, প্রধান সড়ক পদক্ষেণ করে কাথলি বাস স্ট্যান্ডে গিয়েছে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলার, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, ছাত্রী শিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান, এবং জুলাই ঐক্যের ও জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : শরিফ ওসমান হাদীর মৃত্যুতে শুক্রবার জুমা নামাযের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মুনাজাত করা হয়েছে। কেন্দ্রীয় জামে মসজিদে বিপুলসংখ্যক মুসুল্লি দোয়া ও মুনাজাতে অংশ নেনে। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

মুনাজাতের মাঝে পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ছিলেনএ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। ওসমান হাদীর পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন এই সময় অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদ।

চাঁপাইনবাবগঞ্জ : ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহিদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে “আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে গতকাল শুক্রবার বাদ জুমা জেলা শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে বিশ^রোড মোড় গিয়ে সমাবেশে মিলিত হয়।

কুষ্টিয়া : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদী মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করছে ছাত্র-জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার রাত ১১টার পর শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মজমপুরে জড়ো হয়। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে,এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে প্রথম আলোর কুষ্টিয়া জেলা প্রতিনিধির অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মাধবদী (নরসিংদী) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমা নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করে।

অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

নোয়াখালী : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুতে নোয়াখালী জেলা জামে মসজিদ, জেলা মডেল মসজিসহ সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। এতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ জনতা অংশগ্রহণ করেছে নজীরবিহীন ভাবে। জনতা ক্ষোভও দ্রোহে ফেটে পড়ে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমা পরবর্তী নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গন সর্বদলীয় জুলাই ঐক্যের ব্যানারে থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।