ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাজার এলাকায় গনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। সম্প্রতি পাড়েরহাটের কামার পট্টি শ্রী শ্রী সেবাশ্রাম ও পাড়েরহাট কেন্দ্রীয় মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ কামরুল ইসলাম, পেশাজীবির তদারককারী মোঃ মাহাবুবুর রহমান, টিংকু সাহা, গোপাল কর্মকার, পলাশ কর্মকার, মাষ্টার ননী, জামায়াতে ইসলামীর কর্মী মোঃ মেহেরান, মোঃ রাজু আকন, শামীম হোসেন, মোঃ ইব্রাহীম প্রমুখ।

এছাড়া দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেÑ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং পাড়েরহাট ইউনিয়নের উদ্যোগে “ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। পাড়েরহাট ইউনিয়ন আমীর মাওলানা ফারুক হোসাঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য, পিরোজপুর জেলার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাঈন ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী- শহীদ আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদীর সুযোগ্য সন্তান, জিয়ানগর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। এ সময় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান রাতুল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর ইন্দুরকানী উপজেলা সভাপতি মোঃ মামুন হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।