নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশের উপর চাড়াও হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান পুলিশের সরকারি কাজে বাধা প্রদানের মামলায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার শহীদনগর ১ নং গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।

এর আগে সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের উপর চাড়াও হওয়া এবং সাড়ে ছয়ঘন্টা পুলিশকে বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনকে এজাহারনামীয় আসামী করার পাশাপাশি অজ্ঞাত ২শ’ জনকে আসামী করা হয়েছে। সেই সাথে এই মামলায় রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এই মামলা দায়ের হয়েছে। সেই সাথে এই মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।