জুলাই আন্দোলনে কলেজ শিক্ষার্থী মারুফা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মো. বাহাজ বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী করেন জামিনের আবেদন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
মাহমুদুর রহমান জনি জাবি ছাত্রলীগের সভাপতি ছিলেন। পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের এ শিক্ষক সহকারী প্রক্টরের দায়িত্বেও ছিলেন। শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।