মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফয়েজ ও তার সহযোগীদের দ্বারা ইমামপুরের শিশু-কিশোর ফুটবল খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ষাটনল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সম্প্রতি কালীপুর বাজারের বেরি বাঁধ এলাকায় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে চান্দ্রাকান্দি এলাকায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাদুল্ল্যাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজের নেতৃত্বে একদল লোক ইমামপুর এলাকার খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৭ জন আহত হন।