বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ডাসমারি এলাকার রুকন গোলাম কিবরিয়া রবির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারি মু ইমাজ উদ্দিন মন্ডল।

গতকাল রোববার এক যৌথ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমলসমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

গোলাম কিবরিয়া রবি গত রাত ১.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি কর্মজীবনে রাজশাহী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ছিলেন। তার ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ গতকাল রবিবার বিকেল পৌনে ৬টায় নগরীর খোজাপুর গোরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।