চুয়াডাঙ্গা সংবাদদাতা : আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দেয়ার নায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণকারী পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের পদায়ন প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গাবাসী মানববন্ধন করেছে। সম্প্রতি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পুলিশ সুপার গোলাম মওলা একজন সজ্জন ব্যক্তি। তিনি চুয়াডাঙ্গায় যোগদানের পর থেকে এ জেলার আইনশৃঙ্খলা ভাল পর্যায়ে রয়েছে। কিন্তু হঠাৎ করেই গত ৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় বিতর্কিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে পদায়ন করা হয়। তার ব্যাপারে জানা যায়, আওয়ামী লীগের দুঃশাসনের সময় তিনি পাবনা জেলায় কর্তব্যরত থাকাকালীন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অত্যাচার চালায়। তাদের বিরুদ্ধে হামলা-মামলা করে। তারপর ঢাকা মিরপুরে তিনি দায়িত্বপালনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণকাজে সহাযোগীতা করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফ হাসান, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এমদাদুল হক, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আমির হোসেন সুমির, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা আহবায়ক আলমগীর হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুসদী মজনু, কৃষি বিষয়ক সম্পাদক আলী কেলে, দামুড়হুদা থানা সদস্য সচিব আরশেদ আলী প্রমুখ।