নীলফামারী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহ কাছে ধরণা দিতে হবে। গরীব, অসহায় ও অসুস্থ্য মানুষের পাশে দাঁড়াতে হবে। খাওয়ায় সময় একজন হলেও গরীব মানুষকে সাথে নিতে হবে। প্রত্যেক ভোটারকে ভোট কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ছাত্রদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। গতকাল রবিবার সকালে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান মতবিনিময় সভায় ছাত্র,শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীলদের সাংগঠনিক কাজের খোঁজ খবর নেন এবং পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। তিনি নীলফামারীর নির্বাচনী আসন সমুহের কাজের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, নীলফামারী জেলা জামায়াতের অন্যতম জনসম্পৃক্ত জনপদ। এই জেলায় আগামী নির্বাচনে সকল আসনে তিনি ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম,জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম,সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ,শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন,কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু প্রমূখ।